Mahid's Diary

তুমি ঠিকই অন্য কারোর

আমি যতই তোমাকে নিয়ে ভাবি, তোমার অপেক্ষা করি, দিন শেষে তুমি ঠিকই অন্য কারোর। তুমি কখনোই আমার ছিলে না, যতটা সময় আমার ছিলে সেটা ছিল অভিনয়। যদিও ‘আমার ছিলে’ বললে ভুল হবে, তবুও তো আমারই ছিলে—হোক না সেটা মিথ্যে! কিন্তু আমি তো সত্যিই ভাবতাম, আমি তো বিশ্বাস করতাম তুমি আমাকে ভালোবাসো। অবহেলা করো আর যাই […]