তুমি আমাকে যতটা অবহেলা করেছো,
সময় ঠিক তার হিসাব রেখেছে।
আজ নয় তো কাল,
তার দ্বিগুণ ভার নিয়েই
সে তোমার দুয়ারে এসে দাঁড়াবে।
কারণ অবহেলা কোনোদিন হাওয়ায় মিশে যায় না,
চুপচাপ জমে থাকে
অকথিত কষ্টের ভেতর।
যে যন্ত্রণা তুমি অজান্তে দিয়েছিলে,
একদিন ঠিক তেমনই নীরব হয়ে
তোমাকেই ছুঁয়ে যাবে।
আমি অভিযোগ করিনি,
প্রতিশোধও চাইনি
শুধু সময়ের উপর ভরসা রেখেছি।
কারণ সময় জানে
কাকে কীভাবে বোঝাতে হয়,
অবহেলার মূল্য কতটা গভীর।