ভালোবাসার যোগ্য ব্যক্তি বলে আসলে কিছু হয় না।
আমরা তাকেই মনের কোণে জায়গা দিই,
যার একবার দেখা পাওয়ার জন্য
মন অকারণেই আনচান করে ওঠে।
সে মানুষটা আমাদের জীবনের জন্য
সবচেয়ে সঠিক কি না,
তা তখন আর হিসেব করা হয় না।
হৃদয় কেবল অনুভব করে
আর সেই অনুভবই হয়ে ওঠে ভালোবাসা।
হতে পারে এই অনুভূতি একতরফা,
হতে পারে তা কোনোদিনই প্রকাশ পাবে না,
তবুও তার গভীরতা কমে যায় না।
কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়,
ভালোবাসা মানে কাউকে নিঃশব্দে
নিজের ভেতর বাঁচিয়ে রাখা।
আর সেই নিঃশব্দ অনুভূতিটাই
সবচেয়ে সত্য,
সবচেয়ে খাঁটি ভালোবাসা।
Hmmm