জীবন মানেই শুধু রঙিন গল্পের নাম নয়।
সব সময় হাসি, আলো আর উৎসব দিয়ে জীবন গড়া হয় না।
কিছু কিছু সময় জীবন নিঃশব্দ হয়ে যায়
যেখানে কান্না থাকে,
কিন্তু শব্দ থাকে না।
অজানা এক প্রতীক্ষা,
যার শেষ কোথায় কেউ জানে না।
দিন যায়, রাত আসে,
কিন্তু অপেক্ষার নাম বদলায় না।
হৃদয়ের ভেতর প্রশ্ন জমে থাকে,
উত্তর আর পাওয়া হয় না।
এই জীবনে এমন মানুষ থাকে
যারা একসময় খুব কাছের ছিল,
যাদের ছাড়া একটা দিন কল্পনা করা যেত না।
সময় গড়িয়ে গেলে তারা হারিয়ে যায়
কেউ দূরত্বে,
কেউ নীরবতায়,
কেউ স্মৃতিতে।
তবুও তাদের ফেলে যাওয়া
কিছু কথা, কিছু মুহূর্ত
মনের গভীরে রয়ে যায়।
একাকীত্ব তখন আর ভয়ংকর লাগে না,
বরং অভ্যাস হয়ে যায়।
চারপাশে মানুষ থাকে,
তবুও ভিতরে একটা শূন্যতা কাজ করে।
এই একাকীত্বে মানুষ নিজেকে চিনতে শেখে,
নিজের ভাঙা দিকগুলোকে বুঝতে শেখে।
জীবনের এই নীরব অধ্যায়গুলো
দেখতে সুন্দর না হলেও
মানুষকে গভীর করে তোলে।
কারণ জীবন শুধু বাঁচার নাম নয়
জীবন মানে অনুভব করা,
হারানোকে মেনে নেওয়া,
আর নীরবতার মাঝেও টিকে থাকা।