কি লিখবো আর তাকে নিয়ে?
তাকে ঘিরে আবেগেরও শেষ নেই,
অভিমানেরও শেষ নেই,
কষ্টের গল্প তো প্রতিটা রাতেই নতুন করে জন্ম নেয়।
সে এসেছিলো সময় কাটানোর মতো,
আর আমি ভেবেছিলাম
এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া।
কিন্তু ভুলটা শুধু আমারই ছিল…
সে ক্ষণিকের অতিথি,
আর আমি তাকে বানিয়েছিলাম আমার চিরকাল।
চোখের একঝলক হাসি দিয়ে
সে নিয়ে গেলো সমস্ত রঙ,
আর রেখে গেলো ধূসর এক জীবন
যেখানে শুধু কান্নাই কথা বলে।
এখন সে ভালো আছে
হাসছে, বেঁচে আছে নিজের মত,
আর আমি?
আমি শুধু বেঁচে থাকার অভিনয় করি প্রতিদিন।
যারা ধোঁকা দেয়, তারা সবসময় ভালো থাকে।
যারা অবহেলা করে,
প্রতারনা করে,
রেখে চলে যায়
এদের মনেই নাকি কোনদিন দাগ পরে না!
দাগ পড়ে আমাদের বুকে,
যারা প্রাণ খুলে ভালোবেসেছিল,
হৃদয় নিংড়ে দিয়েছিল,
তবুও শেষ পর্যন্ত কিছুই ধরে রাখতে পারেনি।
রোজ একটু একটু করে মারা যায় আমরা
হয়তো শারীরিকভাবে না,
কিন্তু ভিতরের মানুষটা,
স্বপ্নগুলো, হাসিটুকু
সব ধীরে ধীরে নিভে যায় কোনো শব্দ ছাড়াই।
এভাবেই হারিয়ে যায়
আমার মত আরও অগণিত মানুষের আত্মা…
যাদের একটাই অপরাধ
আর সে অপরাধটা হল ভালোবাসা।