আমি যতই তোমাকে নিয়ে ভাবি,
তোমার অপেক্ষা করি, দিন শেষে তুমি ঠিকই অন্য কারোর।
তুমি কখনোই আমার ছিলে না,
যতটা সময় আমার ছিলে সেটা ছিল অভিনয়।
যদিও ‘আমার ছিলে’ বললে ভুল হবে,
তবুও তো আমারই ছিলে—হোক না সেটা মিথ্যে!
কিন্তু আমি তো সত্যিই ভাবতাম,
আমি তো বিশ্বাস করতাম তুমি আমাকে ভালোবাসো।
অবহেলা করো আর যাই করো, আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম।
Tagged অনুভূতির লেখা, অপূর্ণ ভালোবাসা, অপেক্ষা, অবহেলা, আবেগ, একতরফা ভালোবাসা, কষ্টের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, প্রিয় মানুষ, প্রেমের কষ্ট, বাংলা লেখা, বাংলা সাহিত্য, বিশ্বাস, ভাঙা বিশ্বাস, ভালোবাসা, ভালোবাসার গল্প, মন খারাপ, মন ছোঁয়া লেখা, মনের কথা, মিথ্যে ভালোবাসা, সম্পর্কের বাস্তবতা, হারানো সম্পর্ক, হৃদয়ভাঙা গল্প, হৃদয়ের কথা